নবজাতককে হাসপাতালে ফেলে পালালেন মা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:১২
অ- অ+

চাঁদপুরে ফুটফুটে সুন্দর একটি নবজাতক শিশুকে হাসপাতালে ফেলে রেখে গর্ভধারনী মা পালিয়ে গেছেন। রবিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ৩য় তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর রাত ১০টায় চাঁদপুর শহরতলীর বাবুরহাট গ্রামের তাজুল ইসলামের মেয়ে পরিচয় দিয়ে নীলা (সাথী) নামে এক নারী ১৪ দিন বয়সী ওই নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। পাঁচ দিন পর রবিবার দুপুরে তাকে আর ওই নবজাতককে বেডে দেখা যায়নি। দীর্ঘ সময় পার হয়ে গেলে সবাই বুঝতে পারেন ওই নারী শিশুটিকে রেখে পালিয়েছে।

এদিকে এমন পলায়নের খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিনকে বিষয়টি অবগত করেন। পরে ওসির নির্দেশে থানার এসআই রাশেদুজ্জামান ও চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ওসি স্যারকে জানালে স্যার চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরে বিষয়টি অবগত করেন। তারপর আমি এবং সমাজসেবা অধিদপ্তরের লোকজন হাসপাতালে ঘটনার সত্যতা জানতে পারি। শিশুটিকে অনেকেই নিতে চেয়েছেন। সে বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা