শুরুতেই আফিফের বিদায়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:১৫| আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:৪৯
অ- অ+

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার ফাইনাল ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রাজশাহী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১৮ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান।

দলীয় ১৪ রানে আমিরের বলে মিরাজের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন ওপেনার আফিফ হোসেন। ৮ বলে ১০ রান করেছেন তিনি। দশম ওভারে দলীয় ৬৩ রানে শান্তর হাতে ক্যাচ হয়েছেন লিটন। ২৮ বলে ২৫ রান করেছেন তিনি। এরপর শোয়েব মালিক নেমে ১৩ বলে ৯ করে বিদায় নিয়েছেন।

আজ যে দলই জয় পাক না কেন বিপিএল নতুন চ্যাম্পিয়ন পাবে। কারণ, খুলনা এবার প্রথমবার ফাইনাল খেলছে। অন্যদিকে, রাজশাহী এর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে খুলনা। স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক স্পিনার তানভীর ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ: শান্ত, মিরাজ, রুশো, মুশফিক (অধিনায়ক, উইকেটরক্ষক), শামসুর রহমান, নাজিবউল্লাহ, তানভীর, শফিউল, শহীদুল, রব্বি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির।

রাজশাহী রয়্যালস একাদশ: লিটন, আফিফ, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা