করোনাকালে বিয়ে-বিচ্ছেদে নিষেধাজ্ঞা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ০৯:২৫

মহামারি করোনাভাইরাসে প্রাদুর্ভাবের এই সময়ে কোনো বিয়ে ও বিচ্ছেদ করতে পারবে না কেউ। এমনই নিষেধাজ্ঞা জারি করেছে দুবাই আদালত। লকডাউন উঠলে তবেই বিয়ে। একই নির্দেশ বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও। সবুরে মেওয়ায় ফলে বলে নয়। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই এই নির্দেশিকা।

করোনার এই লাগাতার লকডাউনে কোনও সম্পর্ক তৈরি হতে পারে, আবার কোনও সম্পর্ক ভেঙেও যেতে পারে। চিনে যেমন লকডাউনে গুচ্ছের বিবাহ-বিচ্ছেদের মামলা জমেছে। দীর্ঘক্ষণ স্বামী-স্ত্রীর চার দেওয়াল ঘেরা জীবনে সম্পর্কের দৈনতা বেরিয়ে পড়ছে। ভাঙন ধরছে দাম্পত্যে।

সম্পর্ক নিয়ে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে দুবাইতেও। যে কারণে দুবাইয়ের বিচার বিভাগের তরফে নোটিশ জারি করে স্পষ্ট বলা হয়েছে, লকডাউনের মধ্যে বিবাহ-বিচ্ছেদ বা বিয়ে করা যাবে না। পরবর্তী নোটিশ জারি না পর্যন্ত এই নিষেধাজ্ঞা বা সাসপেনশন বলবৎ থাকবে। ভাঙা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবশ্য এই নোটিশ নয়।

লকডাউনে বিয়ে বা বিচ্ছেদে একসঙ্গে একাধিক লোকের এক জায়গায় সমাগম হবে। তাতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেই কারণেই এই সাসপেনশন নির্দেশ। বুধবার এই মর্মে নোটিশ জারি করা হয়েছে।

পারিবারিক আদালতের বিচারক খালেদ আল-হাওসনি বিভাগীয় ওয়েবসাইটে জানান, যারা ইতিমধ্যে বিয়ের যাবতীয় ফর্মালিটিস শেষ করেছেন, তারাও এর মধ্যে বিয়ের দাওয়াত দেবেন না। এমনকী পরিবারের ঘনিষ্ঠদের মধ্যেও নয়। লোকজনকে বিয়ের নিমন্ত্রণ করলে, তা লকডাউন ওঠার পরেই করতে হবে।

তার মধ্যেই একজন অতিউৎসাহী প্রশ্ন করেন, লকডাউন চলাকালীন তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন কি না। তার প্রশ্নের উত্তর অবশ্য ওই ব্যক্তি পাননি। প্রসঙ্গত, সংযুক্ত আরব-আমিরশাহিতে বহু বিবাহ বৈধ। ইসলামিক আইনে একজন একসঙ্গে চার জন স্ত্রীকে নিয়ে ঘর করতে পারেন।

এখনও পর্যন্ত সংযুক্ত আরব-আমিরশাহিতে ২০০০ করোনাভাইরাস পজিটিভ কেস ধরা পড়েছে। করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :