ভোলায় ভিজিএফ’র চালসহ আটক ইউপি সদস্য কারাগারে

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২০, ১৭:২৫
অ- অ+

ভোলার চরফ্যাশন উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ’র পাঁচ বস্তা চালসহ কামাল হোসেন নামে এক ইউপি সদস্যকে করাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ১ নম্বর ওয়ার্ডের এ ইউপি সদস্যের বিরূদ্ধে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই ওয়ার্ডের ইউনূস নামে এক ব্যক্তির বাড়ি থেকে এসব চালসহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে উপজেলা খাদ্য পরিদর্শক আকবর হোসেন ও থানা পুলিশের সহায়তায় আহম্মদপুর ইউনিয়নে অভিযান চালান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শাহীন মাহমুদ। এসময় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনুছ নামে ওই ব্যক্তির ঘর থেকে মৎস ভিজিএফ’র এ পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়। সেইসঙ্গে চাল চুরির অভিযোগে এর সঙ্গে জড়িত ইউপি সদস্য কামাল হোসেনকে আটক করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার পাঁচ বস্তায় মোট ২০০ কেজি চাল রয়েছে।

ঢাকাটাইমস/৮মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা