ঠাকুরগাঁওয়ে করোনাজয়ীদের ঈদসামগ্রী দিলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ২২:২৪
অ- অ+

ঠাকুরগাঁওয়ে করোনা জয়ী রোগীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ২৩ জন করোনাজয়ীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঈদ খাদ্যসমাগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় জেলা প্রশাসক নিজে গিয়ে করোনাজয়ীদের ফুল দিয়ে স্বাগত জানান।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, জেলায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৭ জন আক্রান্তদের সকলকে ফলের ঝুড়ি অর্থাৎ পুষ্টিকর খাদ্য প্রদান করা হচ্ছে। যারা করোনা থেকে সুস্থতা লাভ করেছে, তাদের প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঈদ খাদ্যসামগ্রী ও ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

করোনা রোগীদের এসব বিতরণ করার সময় আরও উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা