ঠাকুরগাঁওয়ে করোনাজয়ীদের ঈদসামগ্রী দিলেন ডিসি

ঠাকুরগাঁওয়ে করোনা জয়ী রোগীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ২৩ জন করোনাজয়ীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঈদ খাদ্যসমাগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় জেলা প্রশাসক নিজে গিয়ে করোনাজয়ীদের ফুল দিয়ে স্বাগত জানান।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, জেলায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৭ জন আক্রান্তদের সকলকে ফলের ঝুড়ি অর্থাৎ পুষ্টিকর খাদ্য প্রদান করা হচ্ছে। যারা করোনা থেকে সুস্থতা লাভ করেছে, তাদের প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঈদ খাদ্যসামগ্রী ও ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
করোনা রোগীদের এসব বিতরণ করার সময় আরও উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/২১মে/এলএ)

মন্তব্য করুন