করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ইকবাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২০, ১১:৩৬
অ- অ+

এবার করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। ইকবাল কবিরের ছোট ভাই সাংবাদিক নজরুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল কবীর বলেন, ‘ইকবাল কবীর করোনাতে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিকভাবে তেমন কোনও সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মারা গেছে এক হাজার ৩৮৮ জন। করোনায় যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রতিমন্ত্রীও আছেন। এছাড়া সংসদ সদস্য ছাড়াও সরকারের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মন্ত্রী, এমপি, সরকারের একাধিক সচিব।

ঢাকাটাইমস/২০জুন/বিইউ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা