পিরোজপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ০০:০৪
অ- অ+

পিরোজপুরে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে পিরোজপুর ডায়বেটিকস সমিতিতে কর্মরত ডা. শাহ আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত চিকিৎসককে আসামি মামলা করে।

শুক্রবার মেয়েটির ‘ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ওই কিশোরী ১৭ জুন ডাক্তার শাহ আলমের পিরোজপুর সদর রোডের (বড় মসজিদের পূর্ব পাশে) নাজ সু স্টোরের দ্বিতীয় তালায় ব্যক্তিগত চেম্বারে অফিস সহকারী পদে চাকরি নেয়। ঘটনার দিন ১ জুলাই দুপুর ২টার দিকে চেম্বারে কেউ না থাকায় মেয়েটিকে ধর্ষণ করেন শাহ আলম।

এসময় মেয়েটি শাহ-আলমের বিবস্ত্র ছবি তোলার চেষ্টা করলে তিনি মেয়েটির মোবাইল ছিনিয়ে ভেঙে ফেলেন ও মেয়েটিকে মারধর করেন। পরে মেয়েটির মোবাইলের মূল্য বাবদ ইসলামী ব্যাংক পিরোজপুর শাখার তার (ডাক্তার শাহ-আলম) ব্যক্তিগত চেকের (০০৯৬৫৫২) মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন।

এ ঘটনা মেয়েটি স্বজনদের জানালে তারা মেয়েটিকে পিরোজপুর থানায় নিয়ে এলে বৃহস্পতিবার রাতে মেয়েটি মামলা করেন।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, মেয়েটির অভিযোগ পেয়ে অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে ‘ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা