কাউখালীতে অগ্রণী ব্যাংক ও ভূমি অফিস লকডাউন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ০০:১৬
অ- অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা অগ্রণী ব্যাংক’র শাখা ও সদর ইউনিয়ন ভূমি অফিস লকডাউন ঘোষণা করা হয়েছে।

উপজেলার অগ্রণী ব্যাংক শাখার ও ভূমি অফিসের ১ জন করে ২ কর্মকর্তার নমুনা রিপোর্ট পজিটিভ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালেদা খাতুন রেখা বুধবার ব্যাংক ও ভূমি অফিস লকডাউন করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ১ জুলাই ওই ব্যাংকের সিনিয়র এক নারী কর্মকর্তা ও একজন কর্মকর্তাসহ ২ কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে ও এর আগে ভূমি অফিসের ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ওই ব্যাংক’র সিনিয়র কর্মকর্তার নারীর আইনজীবী পুত্রসহ তার গৃহকর্মীও করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা জানান, উপজেলা সদরের অগ্রণী ব্যাংক ও সদর ভূমি অফিস লকডাউন করা হয়েছে। এছাড়া, আক্রান্তদের বাড়িও লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা