ভাইরাসটিকে দমন করুন, দমন করুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১২:১০| আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৩:৩২
অ- অ+

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ করতে হলে দেশের সরকারকে জনগোষ্ঠীর ভেতর সংক্রমণ রোধ করতে হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। তিনি বলেন, 'করোনাভাইরাসের ক্ষেত্রে আমার পরিষ্কার বার্তা হচ্ছে, ভাইরাসটিকে দমন করুন, দমন করুন, দমন করুন'। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, টিকা ছাড়া এই ভাইরাস নিয়ন্ত্রণের মূল উপায় হলো: হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা। সেই সঙ্গে কঠোরভাবে পরীক্ষা করা, চিহ্নিত করা এবং আলাদা করে ফেলা।

তার কথায়, পুনরায় নিরাপদে স্কুল খোলার আগে সরকারকে জনগোষ্ঠীর ভেতর রোগটির সংক্রমণ ভালোভাবে নিয়ন্ত্রণে আনার সব ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৪৮ হাজার ৪৩ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৭০৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৩১ লাখ ১১ হাজার ৯৪৬ জন।

ঢাকা টাইমস/১১আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা