কোহলিকে সেরা মানছেন রুট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৩:৪০ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১২:৪৮

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট মনে করেন বিরাট কোহলি সব ফরম্যাটের ক্ষেত্রেই সব চেয়ে পরিপূর্ণ ক্রিকেটার। তার মতে কোহলির সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দুরন্ত ক্ষমতা রয়েছে। একই সঙ্গে তার মনে হয়, সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের রান তাড়া করার ক্ষমতা অসাধারণ। কোহলির পাশাপাশি সতীর্থ জস বাটলারের প্রশংসা করে রুট বলেছেন, এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে সব চেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান।

বলা হয় কোহলি, নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং রুট টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের মধ্যে এগিয়ে রয়েছেন।

রুট বলেন, ‘বিরাট সম্ভবত তিন জনের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার সব ফরম্যাটে। সীমিত ওভারের ফরম্যাটে ওর দ্রুত রান তাড়া করা, যেটা ও প্রায়ই করে থাকে এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকার ক্ষমতা অসাধারণ।’

তিনি আরও বলেছেন, ‘ওর অল রাউন্ড দক্ষতা রয়েছে। সঙ্গে ও কিন্তু স্পিন বা পেস বোলিংয়ের বিরুদ্ধেও দুর্বল নয়।’

২০১৪ সালের ইংল্যান্ড সফরে ব্যর্থতার পরে ২০১৮ সালে একই দলের বিরুদ্ধে তিন ফরম্যাটে ৮৯৪ রান করেন। এই নিয়ে রুট বলেছেন, ‘এটা ঠিক যে বিরাট প্রথম ইংল্যান্ড সফরে বেশি রান পায়নি। তবে ও দারুণ ভাবে ফিরে এসে পরের বারের সফরে প্রচুর রান করে। একই ভাবে, বিশ্বের অন্য মাঠেও বিরাটের দুরন্ত সব পারফরম্যান্স রয়েছে। তাও এই সব কিছুই কিন্তু ও করেছে দলকে নেতৃত্ব দেওয়ার চাপ সামলে।’

রুট বলেছেন তিনি তিন জনের সঙ্গে নিজের তুলনা করতে চান না। তবে এই মুহূর্তে সেরা তিন ব্যাটসম্যানের খেলা দেখতে পছন্দ করেন।

(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :