ঝিলের পাশে দিনমজুরের ক্ষত-বিক্ষত লাশ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১৪:২৫
অ- অ+

গাজীপুরে একটি ঝিলের পাশ থেকে মোফজ্জল হোসেন ওরফে তোফাজ্জল নামে এক দিনমজুরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে পূবাইলের হায়দরাবাদ আক্কাছ মার্কেট হাজীপাড়া এলাকার একটি ঝিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মোফজ্জল হোসেন জামালপুর জেলার আব্দুল মজিদের ছেলে। তিনি পূবাইল এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, শুক্রবার রাতে মোফাজ্জল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন রাতে হায়দরাবাদ আক্কাছ মার্কেট হাজীপাড়া এলাকায় একটি ঝিলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় তার লাশের সুরুতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরো জানান, নিহতের ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
দৌলতপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপি নেতা বকুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা