আগামী বছর থেকে ইবতেদায়ি সমাপনীর দায়িত্ব মাদ্রাসা বোর্ডের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৯:২৪| আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:৩৮
অ- অ+

দীর্ঘ দশ বছর পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছর থেকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ‘২০১৬ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বের থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু ইবতেদায়ি সমাপনী পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করতো। ২০১৯ খ্রিষ্টাব্দের পরীক্ষাও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়েছে। ২০২০ খ্রিষ্টাব্দে মহামারি করোনার কারণে এ পরীক্ষা হচ্ছে না।

আদেশে আরও বলা হয়, বিশেষায়িত হওয়ায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে এ পরীক্ষার সব কার্যক্রম পরিচালনার অনুরোধ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে প্রেক্ষিতে ২০২১ খ্রিষ্টাব্দ থেকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষা সব কার্যক্রম গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/টিএটি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’ সেই ব্যাংক কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা