ভারতের চেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া: কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ০৯:১৭

অস্ট্রেলিয়া সফরের প্রথম সিরিজেই হার বিরাট কোহলির ভারতের। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৫১ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন, সব বিভাগেই ভারতের চেয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। অধিনায়কের মতে, সুযোগের সদ্ব্যবহার না করতে পারাই সিরিজ হারের সব চেয়ে বড় কারণ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট বলেছেন, ‘ওদের বিরুদ্ধে আমরা দাঁড়াতেই পারিনি। সব বিভাগেই এগিয়ে ছিল ওরা। বোলিংয়ে ঠিক জায়গায় বল রাখতে পারিনি। বল হাতে কোনও প্রভাব ফেলতে পারিনি। ব্যাটিংয়ে গভীরতাই ওদের অস্ত্র হয়ে উঠেছে। সেটাই অনেকটা এগিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে।’

সাংবাদিক বৈঠকে কে এল রাহুল বলেন, ‘বোলারদের কাছে চ্যালেঞ্জটা হল, পরিস্থিতির সঙ্গে নিজেদের দ্রুত মানিয়ে নিতে পারা। আমাদের দেখতে হবে, নিষ্প্রাণ পিচে কী ভাবে ভাল খেলা যায়।’

কোহলির মত, সুযোগ তৈরি করে তা হাতছাড়া করেনি অস্ট্রেলিয়া। ভারত অধিনায়কের কথায়, ‘সুযোগের সদ্ব্যবহার করাই প্রত্যেকের কাজ। অস্ট্রেলিয়া সেটা করেছে। এমন জায়গায় বল রেখেছে, যেখানে ব্যাটসম্যানদের ঝুঁকি নিয়ে শট খেলতে হয়েছে। ফলে সুযোগ তৈরি হয়েছে। আর সেই সুযোগটা ওরা কাজে লাগিয়েছে।’

রাহুল আর কোহলি যখন ব্যাট করছিলেন, তখন আশা দেখছিল ভারত। কোহলির মন্তব্য, ‘আমরা ভেবেছিলাম, শেষ ১০ ওভারে ১০০ রানও তুলে দেওয়া যাবে উইকেটে থাকলে। বিশেষ করে হার্দিক তখনও নামেনি। আমি আর কে এল যদি ৪০ ওভার পর্যন্ত খেলে দিতাম, তা হলে অস্ট্রেলিয়ার উপরে চাপ তৈরি করা যেত। কিন্তু আমার দুর্দান্ত একটা ক্যাচ নিয়ে নিল ওরা।’ কোহলি আউট হন ৩৫তম ওভারে।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :