কক্সবাজারে সমুদ্রে নেমে বাবা-ছেলের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৫, ১৭:৩৫
অ- অ+

কক্সবাজার সমুদ্র সৈকতে একসঙ্গে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে সৈকতের সায়মন বিচ পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।

বাবা-ছেলেকে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর দুজনই অতিরিক্ত রক্ত বমি করেন। এক পর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি জানান, সৈকতের সায়মন বিচ পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে- তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ঢাকা টাইমস/০৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে কোস্টগার্ডের মাদকবিরোধী কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৯৩
জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি
চাঁদপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা