সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইনে ১৮৪ জনকে চিকিৎসাসেবা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৫, ২১:১৪
অ- অ+

উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড আবারও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

সোমবার সেন্টমার্টিন দ্বীপে কোস্ট গার্ডের পক্ষ থেকে এক দিনের একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। যেখানে ১৮৪ জন দরিদ্র, দুস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ডিটারজেন্ট পান করে আত্মহত্যার চেষ্টাকারী এক নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে তারা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক পরিচালিত এই ক্যাম্পেইনে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পেইনের সময় এক হৃদয়বিদারক ঘটনাও ঘটে। বেলা ১১টার দিকে বাজার পাড়া এলাকার এক নারী পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে ডিটারজেন্ট পান করেন। তাকে তাৎক্ষণিকভাবে ক্যাম্পেইনে নিয়ে আসা হলে কোস্ট গার্ডের মেডিকেল অফিসার দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদীতীরবর্তী সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সবসময়ই পাশে থেকেছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

(ঢাকা টাইমস/০৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা