নড়াইলে কলেজছাত্রের ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৫, ২০:২০
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলায় এক কলেজছাত্রের ঘর থেকে উন্নতমানের একটি স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এ রাইফেলটি উদ্ধার করা হয়।

অভিযানের আগেই সোহান মোল্যা (২৬) নামের ওই ছাত্র বাড়ি থেকে পালিয়ে গেছে।

সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে সোহান মোল্যার বিছানার নিচে গোপন করে রাখা একটি উন্নতমানের স্নাইপার রাইফেল উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, অস্ত্রটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আদালতের অনুমতি নিয়ে অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করা হবে এটি কি ধরনের অস্ত্র। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/০৯জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা