বিস্কুট কারখানার শব্দ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী

এস কে রঞ্জন, কলাপাড়া (পটুয়াখালী)
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৫:৫৩| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৫৪
অ- অ+

পরিবেশ দূষণের তোয়াক্কা না করে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠছে বিস্কুট কারখানা। অভিযোগ রয়েছে, পৌর শহরের ৯নং ওয়ার্ডের একুশে সড়কের ওই বিস্কুট কারখানা সাত বছর ধরে প্রশাসনকে ম্যানেজ করে বীরদর্পে চালিয়ে যাচ্ছে। ফলে পরিবেশ ও শব্দ দূষণের কারণে ছেলে-মেয়েদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে বলে জানান উদ্বিগ্ন অভিভাবকরা। এছাড়াও সারাক্ষণ কারখানাটি থেকে শব্দ আসায় অতিষ্ঠ এলাকাবাসী।

তাই কারখানাটি বন্ধের অভিযোগপত্র নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সালাম মিয়া তার নিজ বাড়িতে সালাম বিস্কুট ফ্যাক্টরি নামে একটি কারখানা গড়ে তুলেছেন। কারখানাটিতে একটি চুল্লি রয়েছে। আরও একটি চুল্লি বানানো হচ্ছে। সেখানে মোটর চালিয়ে কাজ পরিচালনা করা হয়। অনেক রাত পর্যন্ত মোটর দিয়ে কাজ করায় শব্দ দূষণের শিকার হচ্ছে শিশুসহ স্থানীয়রা।

কারখানার চারপাশের একাধিক বাড়ির লোকদের সাথে কথা বললে তারা বলেন, সারাক্ষণ কারখানায় কাজ চলায় শব্দ দূষণ হয়। এতে আমাদের ছেলে-মেয়েদের লেখা পড়ায় সমস্যা হচ্ছে। অতিমাত্রায় শব্দ দূষণের কারণে বাচ্চাদের শ্রবণ সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এসব সমস্যার কারণে কারখানাটি অন্যত্র সরিয়ে নিতে বললে কারখানার মালিক সালাম মিয়া আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ নিয়ে আমাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এদিকে কারখানাটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দিলেও প্রকৃত কোনো সুরাহা পায়নি এলাকাবাসী। এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিলে তিনি তা পৌর মেয়রের নিকট পাঠান। তবে পৌর মেয়রের পক্ষ হতে ঘটনাস্থল পরিদর্শন করা হলেও কোনো সুরাহা হয়নি।’

এ বিষয়ে কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, ‘আমি সেখানে লোক পাঠিয়ে তার সমাধান দিয়েছি। কারখানা মালিককে তার কারখানার পেছনে চুল্লি করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এহসান মাহমুদে বিব্রত বিএনপি
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা