কোম্পানীগঞ্জে একটা পাগল হইছে: সাংসদ একরাম

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ২০:০৫| আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:২৯
অ- অ+

নোয়াখালীর-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে বলেছেন, ‘পূর্ব দিকে (কোম্পানীগঞ্জ) একটা পাগল হইছে। কোম্পানীগঞ্জে একটা পাগল হইছে। আমি নেত্রী এবং কাদের ভাইয়ের কাছে নোয়াখালী পৌর মেয়র হিসেবে নতুন নেতৃত্ব চাই। তবে আমরা ওই নেতৃত্ব চাই, যারা প্রতিটি মহূর্তে শহরকে এবং শহরের নেতাকর্মীকে বুকে আগলে রাখতে পারবে। একশত টাকা দুইশত টাকার জন্য পাগল হবেন না। কোন কাউন্সিলর আপনাদের কাজে আসবে ওটার দিকে নজর রাখবেন। অতি দরদি কখনো ভালো না।’

রবিবার বিকাল ৪টায় জেলা শহরের সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে অগ্নিঝরা ৭ মার্চ উপলক্ষে আয়োজিত নোয়াখালী পৌর আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাংসদ।

তিনি বলেন, ‘আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কিন্তু আমি হারামের টাকা ধরি নাই। আমি যদি একটা বেলা বিস্কুট খাই, আমার কর্মীরাও যেন একটা বেলা বিস্কুট পায়, সে দিকে খেয়াল রাখি। যারা সামনের দিনে কাউন্সিলর হবেন, তাদের কর্মীদের পেটের দিকে তাকাতে হবে।’

একরামুল করিম চৌধুরী নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যা খান সোহেলকে উদ্দেশ্যে করে বলেন, ‘একটি এনজিও দিয়ে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন আপনি। এখন কর্মীদের খবর রাখেন না। কর্মীদের খবর না রাখলে আপনার খবরও তারা রাখবে না- এটাই হচ্ছে বাস্তবতা।’

তিনি বলেন, ‘আমাকে নোয়াখালী থেকে সরাতে চায়। আমি মনে করি, আমার নেতা ওবায়দুল কাদের ভাই যতদিন আছেন, ততদিন আমার একটা পশমও সরাতে পারবে না। কাদের ভাই শুধু আমার নেতা নই, তিনি বাংলাদেশের নেতা। আমরা তার নেতৃত্বে নোয়াখালীর উন্নয়নের শিখরে এগিয়ে নেব। আমাকে সবাই নগদ চৌধুরী বলে, আমি যা বলি তাই করি।’

নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুউদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভুট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা