চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২১, ২০:২২
অ- অ+

করোনার দ্বিতীয় ঢেউ-এর পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জের দিনমজুর, রিকশাচালক, পরিবহন শ্রমিকসহ কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ হরিমহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাও, এনডিসি রবিন মিয়া, সহকারী কমিশনার চন্দন কর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মেসবাউল সাকের জ্যোতিসহ প্রমুখ।

করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলায় দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদান, ভিক্ষুক, তৃতীয় লিঙ্গসহ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন প্রায় ১৫০ জন মানুষকে তেল, চিনি, পেয়াজ ও মসুরের ডাল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, করোনার সময়ে অনেকে কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন। তাদের কথা ভেবে প্রধানন্ত্রী শেখ হাসিনা এসব ত্রাণ বিতরণ করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা