বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:১২
অ- অ+

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রথম প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার বিধান কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই আদেশ শুধু ১৪তম নিবন্ধনে উত্তীর্ণ ছয়জন আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য।

আগামী চার সপ্তাহের মধ্যে এনটিআরসির সনদ দেওয়া পরীক্ষা কমিটির সদস্য (যুগ্ম সচিব মানের) দুজন শিক্ষা ক্যাডারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর এই আদেশ দেন। তবে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) আদেশের লিখিত কপি প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট মিরপুরের অলিউল ইসলামসহ মোট ছয়জন এই রিট আবেদনটি দায়ের করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। আদেশের বিষয়টি তিনি নিজেই ঢাকা টাইমসকে জানিয়েছেন। আবেদনকারীদের প্রত্যেকের বয়স ৩৫ পার হয়েছে বলে জানান আইনজীবী।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা