তিন দিন অনশনের পর প্রেমিক যুগলের বিয়ে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪
অ- অ+

অবশেষে বিয়ের দাবিতে তিন দিন অনশনের পর সিরাজগঞ্জের তাড়াশে অনশনরত নারীর সাড়ে তিন লাখ টাকা দেন মোহরানায় বিয়ে হয়েছে প্রেমিক কাওসার হোসেনের সঙ্গে।

রবিবার রাতে তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামের কাউরাইল মহল্লায় প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশনর খুটিগাছা মহল্লার হারেজ আলীর মেয়ের সাথে বিয়ে পড়ানো হয়।

সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ নিশ্চিত করে জানিয়েছেন, উভয়পক্ষের সাথে আলোচনা করে সাড়ে তিন লাখ টাকার দেন-মোহরানায় বিয়ে পড়ানো হয়। পরে সোমবার সকালে ছেলে ও মেয়ে দুজনকেই মেয়ের বাড়িতে পাঠানো হয়েছে।

প্রেমিক কাওসার হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, আমরা উভয়পক্ষের অভিভাবকরা আলোচনা করে বিয়ে দিয়েছি।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকাল থেকে তাড়াশ পৌর এলাকার কাউরাইল মহল্লায় প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশন শুরু করে প্রেমিকা পাশের খুটিগাছা মহল্লার হারেজ আলীর ২২ বছরের মেয়ে। এসময় প্রেমিক কাওসার তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবেন বলে হুমকি দেন প্রেমিকা।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা