ফরিদপুরে অ্যাম্বুলেন্স থেকে ফেনসিডিল-গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৮:৩৯
অ- অ+

ফরিদপুরে অ্যাম্বুলেন্স থেকে ৩৯৬ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ শামীম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। শনিবার দুপুরে শহরের কোমরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস কুঠিপাড়া মহল্লার বাসিন্দা। তার কাছ থেকে অ্যাম্বুলেন্সটিসহ একটি সিমকার্ড, একটি মোবাইল ফোন ও এক হাজার টাকাও জব্দ করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যে জানা যায়, কতিপয় মাদক কারবারি কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুরের দিকে আসছে। এ সংবাদ জেনে র‌্যাবের একটি দল কোমরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সের গতিরোধপূর্বক মাদকদ্রব্য উদ্ধারসহ ওই যুবককে গ্রেপ্তার করে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। গ্রেপ্তার শামীম হোসেনকে রবিবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা