বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান তোয়া (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।
নিহত নুসরাত জাহান তোয়া নাসির উদ্দিনের মেয়ে। তারা এলেঙ্গা শামসুল হক কলেজের সামনে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ড্রেস পরা একটি মেয়ে ও একটি ছেলে রিকশায় এসে ধলেটেঙ্গর এলাকায় রেললাইনে বসে থাকতে দেখা যায়। সকাল ৯টার দিকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেয়েটি ঘটনাস্থলেই মারা যান। এসময় ছেলেটি একটু নিচে থাকায় প্রাণে রক্ষা পায়। পরে মেয়েটিকে রেখে ছেলেটি দ্রুত পালিয়ে যায়।
নুসরাতের মোবাইল চেক করে দেখে গেছে, সোহাগ আল হাসান জয় নামে একটি ছেলের সঙ্গে সকালে ফেসবুক মেসেনজারে যোগাযোগ করে দেখা করার জন্য বের হন।
এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম জানান, নুসরাত জাহান তোয়া আমার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সকালে পুলিশের মাধ্যমে খবর পাই সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আজকে তার গণিত পরীক্ষা ছিল।
নুসরাতের মা শায়লা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে একটু আগে আগেই বের হয় নুসরাত। এজন্য আমি আর আমার ছোট মেয়ে খানিকটা পথ এগিয়েও দিয়ে আসি। বান্ধবীর বাসায় থেকে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার কথা। কিন্তু ও রেললাইনে কিভাবে গেল বুঝতে পারছি না।
ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর জানান, সকাল ৯.১০ মিনিটে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুসরাত জাহান তোয়া নামে এক ছাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসএ)

মন্তব্য করুন