কেশবপুরের ১১ ইউপিতে নয়জনই নতুন মুখ

সুশান্ত মল্লিক, কেশবপুর (যশোর)
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:৫২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া কেশবপুরের ১১ ইউপির নয়জনই নতুন মুখ। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করা ৫ জন চেয়ারম্যানসহ পদধারী নেতারা বাদ পড়েছেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন- উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ অহিদুজ্জামান, ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা অলিয়ার রহমান, ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোজ কুমার তরফদার, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সামছুর রহমান, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, ৬ নম্বর কেশবপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা জসীম উদ্দীন, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ৯ নম্বর গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার বেগম এবং ১১ নম্বর হাসানপুরে উপজেলা যুবলীগের সদস্য তৌহিদুজ্জামান।

এদিকে বর্তমান ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :