আটঘরিয়া পৌরসভায় নৌকা প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৭
অ- অ+

পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী শহিদুল ইসলাস রতন ৫ হাজার ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র আশরাফউজ্জামান জুয়েল (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট। অপরজন স্বতন্ত্র প্রার্থী ইশারত আলী (জগ) পেয়েছেন ৫৫২ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম জানান, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬২৫। বাতিল ভোট ১৫। মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৯০৯ জন।

উল্লেখ্য, বর্তমান মেয়র শহিদুল ইসলাম রতন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। গত নির্বাচনেও তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
খিলগাঁওয়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশকে মারধর, একজন গ্রেপ্তার
ছাত্র সমাজই জাতীয় পার্টির ভ্যানগার্ড: কাজী মামুন 
ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা