আটঘরিয়া পৌরসভায় নৌকা প্রার্থীর জয়

পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম জানান, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬২৫। বাতিল ভোট ১৫। মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৯০৯ জন।
উল্লেখ্য, বর্তমান মেয়র শহিদুল ইসলাম রতন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। গত নির্বাচনেও তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন