ভুয়া ডাক্তারদের ওপর দুদকের নজর রয়েছে: সচিব

ডাক্তার না হয়েও যারা ডাক্তারি সনদ ব্যবহার করছেন অথবা নামে-বেনামে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন তাদের ওপর দুদকের নজর রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতিবিরোধী সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।
বুধবার (১৯ জানুযারি) বিকালে দুদক প্রধান কার্যালয়ে সাত ভুয়া চিকিৎসককে আটকের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
দুদক সচিব বলেন, যারা নামে-বেনামে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন, থাকার চেষ্টা করছেন তাদের প্রতি দুদকের নজরদারি রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাহবুব হোসেন বলেন, যেকোনো সেক্টরেই দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া যাক দুদক ব্যবস্থা নেবে। করোনা মহামারির সময়ও দুদক বসে নেই, দুদকের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসআর/জেবি)

মন্তব্য করুন