বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২২, ১৬:৫১
অ- অ+

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার চেষ্টা চালাচ্ছে হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেই টুর্নামেন্টেই বিশ্বকাপের প্রস্তুতি নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের সামনে তথ্যই প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ান জালাল ইউনুস।

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই দুর্বলতার পরিচয় দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আসন্ন বিশ্বকাপে ভালো করতেই আশাবাদী টাইগাররা। তাই অস্ট্রেলিয়ান কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে আগে থেকেই প্রস্তুতির ব্যবস্থা করে রাখছে বিসিবি।

তাই অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তাসমান সাগর পাড়ের দেশ নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা বাংলাদেশের। সূচি আর বাকি এক প্রতিপক্ষ চূড়ান্ত করতে এ নিয়ে কিছুদিন আগে থেকেই কিউই বোর্ডের সঙ্গে মেইল চালাচালি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডে আমরা একটি ত্রিদেশীয় সিরিজ খেলবো। সম্ভবত ক্রাইস্টচার্চে টুর্নামেন্টটি হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমাদের কতগুলো টি-টোয়ান্টি ম্যাচ আছে। ১৬ টার বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে ওখানে (অস্ট্রেলিয়া) যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশীয় সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে।’

এদিকে ত্রিদেশী সিরিজের বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় দল হিসেবে কারা থাকছে- সেটা এখনও নিশ্চিত হয়নি। তবে জালাল ইউনুসের কথা অনুযায়ী পাকিস্তানের সম্ভাবনাই থাকছে বেশি। কেননা পাকিস্তানের সঙ্গেই নাকি যোগাযোগ করা হচ্ছে। বাবর আজমদের দিক থেকে ইতিবাচক সাড়াও মিলেছে।

(ঢাকাটাইমস/১৭মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা