শেখ হাসিনা ছাড়া কারও হাতে দেশ নিরাপদ না: পানিসম্পদ উপমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারও হাতে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও মানুষ শেখ হাসিনাকেই নির্বাচিত করবে।
শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ‘পদ্মা সেতু: সমৃদ্ধির পথে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বললেন, খালেদা জিয়া পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন। কিন্তু তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বললেন, পদ্মা সেতুর কোনো উদ্বোধন হয় নাই। একটা কথা-বার্তা হয়েছিল। বিএনপি আসলে নিজেরা পারে না। আর কেউ পারলে কীভাবে, কেন পারবে এই বিষয়গুলো নিয়ে তারা অসন্তুষ্টিতে ভোগে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর স্বপ্নের পদ্মা সেতুর কাজ শুরু হয়। তারপর থেকে আর থেমে থাকেনি। বিশ্বব্যাংক, এডিবি জাইকা যারা যুক্ত ছিল তারা মিথ্যা একটা দুর্নীতির অভিযোগ দিয়ে পদ্মা সেতু যেন না হয় সেই ষড়যন্ত্র করেছিল। পরবর্তীতে কানাডার আন্তর্জাতিক আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।
উপমন্ত্রী বলেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে একাত্তরে যারা স্বাধীনতাবিরোধী ছিল সেই চক্রটি ডক্টর ইউনুসের সঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে মরিয়া হয়ে চেষ্টা করে।
‘বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না’—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণের উদ্ধৃতি টেনে তিনি বলেন, সেই মহান নেতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দৃঢ়তার সঙ্গে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির ঘোষণা দেন।
শেখ হাসিনার এমন ঘোষণায় অনেকেই তখন সমালোচনা করেছিল জানিয়ে এনামুল হক শামীম বলেন, প্রথম শ্রেণির কিছু পত্রিকাও তখন প্রথম পৃষ্ঠায় মনগড়া হেডলাইনে পদ্মা সেতু করা কীভাবে সম্ভব তা নিয়ে সমালোচনা করে অনেক কিছুই লিখেছিল।
তিনি আরও বলেন, শেখ হাসিনা হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধুর নামের সঙ্গে বাংলাদেশের নাম মিশে আছে। এই দেশ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে নিরাপদ। আর কারও হাতে নিরাপদ নয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও মানুষ শেখ হাসিনাকেই নির্বাচিত করবে।
উপমন্ত্রী বলেন, আমি একদিন সংসদে বললাম, মির্জা ফখরুল তো বলল পদ্মা সেতু খালেদা জিয়া উদ্বোধন করেছে। আমি বললাম, আপনারা যদি বলতেন তারেক জিয়া উদ্বোধন করেছে তাতেও আমরা অবাক হতাম না। কারণ মিথ্যা বলতে বলতে মিথ্যা কথা বলাতেই তারা অভ্যস্ত হয়ে গেছে।
শামীম বলেন, যতই ষড়যন্ত্র হোক কেন ২৫শে জুন বাংলাদেশের স্মরণকালের সেরা ঐতিহাসিক ভাবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর ৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, শরীয়তপুর সাংবাদিক সমিতির নেতারাসহ প্রমুখ।
(ঢাকাটাইমস/১৭জুন/কেআর/ইএস)

মন্তব্য করুন