জাপানে বোমা হুমকির পর ফ্লাইটের জরুরি অবতরণ
জাপানে বোমার হুমকির পর দেশটির মধ্যাঞ্চলের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ফ্লাইট। স্থানীয় সময় শনিবার সকালে জেটস্টার জাপান কোম্পানি পরিচালিত অভ্যন্তরীণ ফ্লাইটটি জরুরি অবতরণ করে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিয়েছে।
পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, সকাল ৭টা ৪০ মিনিটে বিমানটি আইচি প্রিফেকচারের চুবু সেন্ট্রাইর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জরুরি অবতরণের পর বিমান থেকে বেরিয়ে আসার সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষের বরাতে এনএইচকের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে একটি আন্তর্জাতিক ফোনকল আসে। ফোনে এক ব্যক্তির কণ্ঠস্বর দাবি করে তিনি বিমানে বোমা রেখেছেন।
তবে ফ্লাইটটি তড়িঘড়ি জরুরি অবতরণের পর স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত বিমানে কোনো বিস্ফোরক বা অন্যান্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
জেটস্টার জাপান কোম্পানির ফ্লাইট অপারেটর জানিয়েছেন, টোকিওর কাছে নারিতা বিমানবন্দর থেকে ফুকুওকার উদ্দেশে যাত্রা করা বিমানটিতে ছয়জন ক্রুসহ ১৪২ আরোহী ছিলেন।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ডিএম)