উত্তরায় বাসা থেকে শ্রীলঙ্কার নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১:৫৭ | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২৩, ১০:০৭

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা নামে শ্রীলঙ্কার এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক বলেন, ‘উত্তরার বাসাটিতে গত বছরের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন শ্রীলঙ্কার ওই নাগরিক। সম্প্রতি তার স্ত্রী কানাডায় বেড়াতে যান। পরে গত ১৫ মার্চ তার বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ ওই বাসায় বেড়াতে আসেন।’

ইমন মো. ইশতিয়াক বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে এইচ টি সুজিওয়া নায়নালোকার কক্ষের দরজায় টোকা দেন তার বন্ধু। তবে কোনো সাড়াশব্দ পাননি। দুপুর ১২টার দিকে আবার দরজায় টোকা দেন তিনি। এবারও সাড়াশব্দ না পেয়ে কক্ষের ভেতরে গিয়ে বন্ধুকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে বাসার নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান তিনি। তারা বিষয়টি পুলিশকে জানান।’

এইচ টি সুজিওয়ার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :