অস্ট্রেলিয়াতে লেখাপড়ার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:৩৯

বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলোতে অত্যাধুনিক শিক্ষা প্রদানের জন্য বিশেষভাবে খ্যাতি সম্পন্ন ইনভিক্টা টেকনিক্যাল কলেজ সম্প্রতি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অস্ট্রেলিয়াতে লেখাপড়া বিষয়ক সুযোগ সুবিধা নিয়ে আয়োজন করেছে আমারি ঢাকাতে এক বিশেষ সেমিনার।

সেমিনারটি একটি ইউনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যার মাধ্যমে ইনভিক্টা টেকনিক্যাল কলেজের প্রতিনিধিরা সরাসরি প্রত্যেক শিক্ষার্থী ও এজেন্টদের সঙ্গে কমিউনিকেট করে তাদের সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছেন।

অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে ইচ্ছুক উৎসাহী শিক্ষার্থীদের নিয়ে এই দিন আরেকটি অত্যন্ত প্রফুল্ল একটি সেশন আয়োজিত হয়। এই সেশনের বিশেষ দিকটি ছিল ইনভিক্টা টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল ও সিইও মিস আয়েশা হোসেনের উপস্থিতি। যিনি নিজের সম্পূর্ণ অভিজ্ঞতার সাথে অস্ট্রেলিয়ান ভোকেশনাল স্টাডি ইনফো সেশনটি পরিচালনা করেন।

এডুকেশন সেক্টরের অনেক বছর ধরে অর্জিত নিজের জ্ঞান ও অভিজ্ঞতার সাথেই আয়েশা শিক্ষার্থীদের একাডেমিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ইন্ডাস্ট্রি কেন্দ্রিক কোর্স ও ইনভিক্টা টেকনিক্যাল কলেজের ইউনিক লার্নিং পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

বিভিন্ন প্রেজেন্টেশন, আলোচনা ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের টেস্টিমোনিয়ালের মাধ্যমে ইনভিক্টা টেকনিক্যাল কলেজের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এই সেশনে তুলে ধরা হয়েছে।

ইনভিক্টা টেকনিক্যাল কলেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.invicta.edu.au

ঢাকাটাইমস/১৫নভেম্বর/ ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :