নোয়াখালীতে বিএনপির কালো পতাকা মিছিল

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ১৫:১৬
অ- অ+

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের এক দফা দাবিতে নোয়াখালীতে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাইজদী পৌর বাজারে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে দলের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে পৌর বাজার থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলৈন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় জেলা, উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সংসদ বাতিলের দাবি জানান।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা