রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী, মিরপুরে রাজউকের সতর্কতা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২৩:৪৫ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ২৩:৩৫

রাজধানীর মিরপুরে ৬টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন-৩ এর পরিচালক তাজিনা সারোয়ার।

শনিবার সকালে পরিদর্শনকালে নির্মাণাধীন ভবন সংলগ্ন রাস্তা ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণ করে রাজউকের নিয়ম নীতি মানার প্রতি কঠোর বার্তা দেওয়া হয় ভবন মালিকদের প্রতি।

পরিদর্শনের সময় ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ কার্যক্রম চলা একটি ভবনের সেফটি নেট স্থাপন করা হয়। নির্মাণ সাইটের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল নির্মাণাধীন সাইটে সেফটি নেট ও সেফটি ক্যানোপি স্থাপন এবং নির্মাণ শ্রমিকদের পিপিই ও সেফটি ভেস্ট পরিধানের ব্যাপারে ভবন মালিক ও সাইট ইঞ্জিনিয়ারদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

রাজধানীর মিরপুর ১০-এ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ এই অভিযানে উপস্থিত ছিলেন জোন-৪ অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকরা।

অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন-৩ এর পরিচালক তাজিনা সারোয়ার বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত সকলকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত সকল ধরনের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।

অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, মানুষের সামান্য ভুলের জন্য বড় ধরনের ক্ষতি সম্মুখীন হতে হয়। নির্মাণাধীন ভবনগুলোতে রাজউকের নিয়ম না মানায় নানানভাবে পরিবেশ যেমন দূষণ হচ্ছে একইভাবে সেফটি মেইনটেইন না করায় দুর্ঘটনা ঘটছে। তাই সকলকে নিয়ম বানাতে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এমআই)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পাসের হার ও জিপিএ-ফাইভে মেয়েরা এগিয়ে

যারা ফেল করেছে তাদের গালমন্দ করবেন না: প্রধানমন্ত্রী

রাজধানীর যানজট নিরসনে আন্তঃজেলা বাসের ‘গেটলক’ সিস্টেম চালু, অমান্য করলেই ব্যবস্থা

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা 

বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঈদুল আজহার সরকারি ছুটি কতদিন মিলবে

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসারের উপাদান

দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত: স্থানীয় সরকার মন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :