ঈদুল আজহার সরকারি ছুটি কতদিন মিলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৪, ০৮:৪২
অ- অ+

মুসলমানদের পবিত্র ঈদুল আজহা এবং কোরবানির গুরুত্ব সীমাহীন কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা নৈকট্য, ত্যাগ, উৎসর্গের মাধ্যমে আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যেই কোরবানিনিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের ঠিক দুই মাস ১০ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপন করেন এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা

ঈদুল আজহার তারিখ জানার আগ্রহের পাশাপাশি ছুটি কবে থেকে শুরু, সেই হিসাব-নিকাশও করতে থাকেন প্রায় সবাই কারণ, ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন মানুষ যাঁরা দূরদূরান্তে থাকেন, ছুটিতে তাঁরা ছুটে যান প্রিয়জনদের কাছে

এবার ১০ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ বা ১৭ তারিখে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখে দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে

ঈদুল আজহার কতদিন ছুটি মিলবে তা নিয়ে চলছে অনেক হিসাব-নিকাশ কেউ বলছেন পাঁচদিন আবার কেউ বলছেন ছয়দিন ছুটি মিলবে তবে এটা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে জিলহজ মাসের চাঁদ দেখার মুহূর্ত পর্যন্ত কিন্তু সরকারি চাকরিজীবীরা আপাতত নিশ্চিত, তারা টানা পাঁচদিন ছুটি পাচ্ছেন

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে আর ঈদের আগের পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রাখা হয় এবার ১৭ জুন (সোমবার) ঈদুল আজহা ধরে ছুটির তালিকা করেছে সরকার

চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল আজহা ১৭ জুন (সোমবার) উদযাপিত হতে পারে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে

এবাবের ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের এর মধ্যে দিন সাপ্তাহিক ছুটি আর দিন ঈদের ছুটি জানা গেছে, চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১৭ জুন (সোমবার) দেশে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে যা চলবে ১৮ জুন পর্যন্ত এর আগে ১৪ ১৫ জুন (শুক্র শনিবার) সাপ্তাহিক ছুটি সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয় সেই হিসাবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে

(ঢাকাটাইমস/১২ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয়নগর সীমান্তে ভারতীয় নাগরিকের পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার 
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
কাকরাইল মোড়ে জবি শিক্ষক-শিক্ষার্থীরা, দুপুরে গণঅনশন
সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা