সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৮:১১
অ- অ+

একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় হাজার ১৩৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৪ হাজার ১৫১ টাকা।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে জানানো হয়, বুধবার বিকাল ৪টা ৫০ মিনিট থেকেই সোনার নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন:

তিন সপ্তাহে সোনার দাম চার দফায় বেড়েছে ৬১৫৫ টাকা, কমল ৮৪০

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হাজার ৯৯৫ টাকা কমিয়ে লাখ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হাজার ৭১৪ টাকা কমিয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাড়া সনাতনি এক ভরি সোনার দাম হাজার ৩৭৭ টাকা কমিয়ে ৭৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম হাজার টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম হাজার ৭১৫ টাকা এবং সনাতনি এক ভরি রূপার দাম হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা