স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিকাল ৪টা থেকে এ দামে স্বর্ণ বিক্রি কার্যকর হবে বলে হয়েছে।
সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা থেকে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৫ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৬ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রূপার দাম বরাবরের মতোই অপরিবর্তিত রয়েছে।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/টিএ/এসআইএস)

মন্তব্য করুন