তিন সপ্তাহে সোনার দাম চার দফায় বেড়েছে ৬১৫৫ টাকা, কমল ৮৪০
দাম কমার ২৪ ঘণ্টার মধ্যে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬৩০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি।
এ হিসেবে চলতি মাসের প্রথম তিন সপ্তাহে এ নিয়ে চতুর্থ দফা বাড়ানো হলো মূল্যবান এই ধাতুটির দাম। কমল এক দফায়। চার দফায় এ মাসে দাম বেড়েছে ৬ হাজার ১৫৫ টাকা। বিপরীতে এক দফায় কমেছে ৮৪০ টাকা।
বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। যার দাম গতকালকেই নির্ধারণ হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৬৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভরি প্রতি ২ হাজার ২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১৭ হাজার ৬১৩ টাকা থেকে বেড়ে হয় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।
এর দুদিন পর শনিবার ৮৪০ টাকা কমিয়ে ১ ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম।
এর আগে ৮ এপ্রিল প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয় ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। তার মাত্র দুই দিন আগে গত ৬ এপ্রিল প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১ হাজার ৭৫০ টাকা। তখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এসআইএস)
মন্তব্য করুন