মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ও সংঘর্ষের কারণে নিরাপত্তার শঙ্কায় আজকের মতো মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এমন সিদ্ধান্তের পর সবশেষ ট্রেনটি বিকাল সাড়ে ৫টায় মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানায়, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন আজ বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না। আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনগুলো বন্ধ রয়েছে। সম্মানিত যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএম/ইএস)

মন্তব্য করুন