বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 

মেঘনায় চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সমাবেশ-আলোচনা সভা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১৯:৪২

মেঘনা উপজেলায় চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, সংকটকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই সমাবেশে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও নৌপথে কাউকে চাঁদা না দিতে সব ধরনের পরিবহনের চালককে আহ্বান জানান। কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানানো হয়।

একই সঙ্গে এ উপজেলার যেসব এলাকায় মাদক বেচাকেনা হয় তা বন্ধে ও মাদক বিক্রেতাদের উচ্ছেদে আজ থেকেই অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে ছাত্র সমাজের এই সামাজিক সেবামূলক কাজে সহযোগিতা করতে স্থানীয় সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সমাবেশে সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সমাবেশ শেষে দুপুরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এফএ/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :