রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক, ঢাকা মেডিকেলে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ২২:৩৫| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২২:৪০
অ- অ+

যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মো. ফারুক বলেন, পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে এদিন রাত ৯ টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ি থানার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি। আজকেই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ থেকে পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ আগস্ট) ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে পলককে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা