খাওয়ার পরে পেট ভার? যে তিনটি উপায়ে দূর করবেন

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৫, ০৯:৫১| আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:০৬
অ- অ+

কোরবানি ঈদ — উৎসবের আনন্দে সবার ঘরে ঘরে থাকে মাংসের নানা রকম আয়োজন। সুস্বাদু বিরিয়ানি থেকে শুরু করে মাংসের রোস্ট – সব ঘরেই থাকে ভুরিভোজের আয়োজন। তাই রান্নায় মাংস জাতীয় খাবার বেশি থাকে আর ফাইবার জাতীয় খাবার কম খাওয়া হয়। যে কারণে হজম কঠিন হয়ে যায়। অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত খাবার খেলে পেট ভার হয়ে যেতে পারে। তাই মজাদার খাবার তো খাবেনই, তবে তার আগে নিজের পেটের স্বাস্থ্য ঠিক রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। চলুন জেনে নেওয়া যাক, খাওয়ার পরে পেট ভার লাগলে কী করবেন-

আদার জাদু

পেট ভার লাগার সমস্যা দূর করতে পারে আদা। আপনি যদি খাওয়ার পরপরই আদা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস কিছুটা পানিতে মিশিয়ে খেয়ে নেন, তাহলে এই পেট ভার লাগার সমস্যা অনেকটাই দূর হবে। এছাড়া আদা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন। তাতেও মিলবে উপকার।

একটুখানি দই

দই, বিশেষ করে টক দইয়ের উপকারিতার কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। আপনি মসলাদার কিংবা ভারী খাবার খাওয়ার পরপরই এক বাটি টক দই খেলে নিন। এমনিতেও টক দই আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। এ ধরনের প্রো-বায়োটিক সমৃদ্ধ খাবার সব সময়েই খাওয়া প্রয়োজন। কারণ এ ধরনের খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়া বৃদ্ধি পায়। যা হজমে সহায়তা করে। এতে পেট ভার হওয়ার সমস্যা দূর হয়।

পর্যাপ্ত পানি পান করুন

অনেকেই এই ভুল করেন! পানি পান করা স্বাস্থ্যকর অভ্যাস, তবে খাবার খাওয়ার ভেতরে নয়। অনেকেই খাবার খাওয়ার সময় ঢকঢক করে অনেকটা পানি পান করে ফেলেন। এমনটা করা যাবে না। কারণ তাতে হজমের সমস্যা আরও বৃদ্ধি পাবে। তবে পর্যাপ্ত পানি পানের বিষয়টি বাদ দেওয়া যাবে না। পানি খেতে হবে খাওয়ার আধা ঘণ্টা আগে বা পরে।

(ঢাকাটাইমস/০৮জুন/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা