লক্ষ্মণ সেনের মতো শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে: মাওলানা নিজাম উদ্দিন ফারুক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৬
অ- অ+

লক্ষ্মণ সেনের মতো শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

শুক্রবার বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপজেলার বানসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা নিজাম উদ্দিন ফারুক বলেন, যখন মাত্র আঠারোজন সৈনিক লক্ষ্মণ সেনের রাজধানী আক্রমণ করেছিল, তখন লক্ষ্মণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। ঠিক তেমনিভাবে শেখ হাসিনাও পেছনের দরজা দিয়ে তার আপন দেশে পালিয়ে গেছে। যে দেশে হাসিনা বড় হয়েছিল, যে দেশের আদর্শ হাসিনা লালনপালন করেছিল। পৃথিবীর ইতিহাসে কোনো শাসকের এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা বিরল।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে আগমন করেন। অনুষ্ঠানে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২৬ সেশনের ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর ইউনিয়ন শাখার সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল শাহাজানপুর ব্রাঞ্চের সুপারিনটেন্ডেন্ট ডা. হারুনুর রশীদ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, জামায়াতের ঢাকা উত্তরখান সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি সামছুল কবির বাহার প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এমআই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা