মানিকগঞ্জে বালু উত্তোলনকালে দুটি ড্রেজারসহ ৮ জন আটক

মানিকগঞ্জের শিবালয় চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজারসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কোস্ট গার্ড মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়ার চর, তেওতা, জাফরগঞ্জ এবং তৎসংলগ্ন যমুনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজারসহ ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত ড্রেজারসহ আটককৃত দুষ্কৃতিকারীদের শিবালয় থানায় হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এজে)

মন্তব্য করুন