জার্সিতে পাকিস্তানের নাম রাখতে ‘বাধ্য’ ভারত, বলছে আইসিসি

ভারত সরকারের নানা টালবাহানার কারণে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারছে না পাকিস্তান। অবশেষে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি।
ভেন্যু নিয়ে জটিলতার পর এবার নতুন করে জার্সি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই।
যদিও আনুষ্ঠানিকভাবে এমন কোনো দাবি তোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবিআই)। এখন পর্যন্ত এর সত্যতাও মেলেনি। ভিন্ন মাধ্যম ও অনানুষ্ঠানিকভাবে খবরটি জানার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে পিসিবি। সংস্থাটি দাবি করছে, ভারত খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়েছে। তবে ভারত যাই বলুক, এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিজেদের পক্ষে যাবে বলেও প্রত্যাশা পিসিবির।
দুই দেশের বাক্যবাণের ঝনঝানানি আইসিসির কানেও এ খবর পৌঁছে গেছে এরইমধ্যে। বিষয়টি নিয়ে কথাও বলেছেন আইসিসির এক কর্মকর্তা। খবরটি দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’।
আইসিসির ওই কর্মকর্তার স্পষ্ট বার্তা, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে লেখা বাধ্যতামূলক। সঙ্গে টুর্নামেন্টের নির্ধারিত লোগোও প্রদর্শন করতে হবে।
ওই কর্মকর্তার ভাষ্য, ‘প্রতিটি দলের দায়িত্ব হলো নিজেদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। সব দল এই নিয়ম মেনে চলতে বাধ্য।’
আইসিসির পক্ষ্য থেকে আরও জানানো হয়েছে, কোনো দল যদি আয়োজক দেশের নামযুক্ত লোগো প্রদর্শন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে।
ঐতিহ্যগতভাবেই আয়োজক দেশের নামযুক্ত করে টুর্নামেন্টের লোগো ডিজাইন করা হয়। সবগুলো দেশকে সেই লোগো নিজ নিজ জার্সিতে যুক্ত করতে হয়। এমনকি আয়োজক দেশে ম্যাচ অনুষ্ঠিত না হলেও লোগো লাগানোর নির্দেশনা দেওয়া আছে। মূলত, টুর্নামেন্টের ব্রান্ডিং বাড়াতেই এমন পদক্ষেপ আইসিসির। এবারও ধারাবাহিক নিয়মের বাইরে গিয়ে কিছু করবে না আইসিসি।
(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন