টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টারদিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার বাসিন্দা আব্দুল গনির ছেলে হামিদ হোসেন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই মাসুম ফরহাদ ও এসআই সনজিব কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় (জিআর ৪১৫/১৪) পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামি হামিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন