বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

বান্দরবানে পৃথক দুটি সড়কে ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার দুটি দুর্ঘটনাই ঘটেছে সকালে।
এর মধ্যে বুধবার সকালে বান্দরবান বাস স্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় চিনিবোঝাই ট্রাক উল্টে শামসুল ইসলাম (৪০) নামে একজন নিহত হন। তিনি ওই ট্রাকের হেল্পার ছিলেন। এ ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্যসহ তিনজন।
অন্যদিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেল থাকা অপর দুই আরোহী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চিনি বোঝাই একটি ট্রাক বান্দরবানে আসার পথে সকালে বান্দরবান বাসষ্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে হেল্পার শামসুল ইসলাম নিহত হন।
এ ঘটনায় আহত হন ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিনজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত শামসুল ইসলাম ময়মনসিংহের বাসিন্দা বলে জানা যায়।
অপর একটি দুর্ঘটনায় সকালে বান্দরবান-কেরানিহাট সড়কে সুয়ালকে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী কেরানিহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক মো. হোসেন মারা যান। তিনি বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই নিহত হয়েছে। আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন। নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন