চাঁদপুরে বড় ভাইয়ের দায়ের আঘাতে প্রবাসী ছোট ভাইয়ের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জ সুবিদপুরে সম্পত্তিগত বিরোধের জেরে বড় ভাই বিল্লাল হোসেনের দায়ের আঘাতে প্রবাসী ছোট ভাই জহির হোসেনের (৪৮) মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড সুবিদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আমিনুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত জহির হোসেন ও অভিযুক্ত বিল্লাল হোসেন ওই বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে। জহির সৌদি প্রবাসী ছিলেন। গত কয়েকদিন আগে তিনি ছুটিতে দেশে আসেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বড় ভাই বিল্লাল হোসেন ছোট ভাই জহির হোসেনকে দা দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, আমার ঘরের সামনে স্বামী জহির হোসেন আম গাছের চারা রোপন করতে যায়। এসময় আমার ভাসুর বিল্লাল হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি আমার স্বামীকে দা দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

নিহতের প্রতিবেশেী আব্দুল হাই বলেন, ৪০ পয়েন্ট জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বললো যুক্তরাষ্ট্র
চুল ভালো রাখতে পুষ্টিকর ৩ ফল
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা