নোয়াখালীতে ইদযাত্রা নির্বিঘ্ন করতে র‌্যাবের তল্লাশি 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ১৬:৫৮
অ- অ+

ইদুল ফিতরকে সামনে রেখে ইদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি করছে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্প। এসময় বিভিন্ন সড়কে বিশেষ টহলও দেয় র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে জেলা শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু’র নেতৃত্বে এ তল্লাশি চালানো হয়।

র‌্যাব জানায়, ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ইদের ছুটি শুরু হয়েছে। তাই গ্রামে পরিবার পরিজনের সাথে আনন্দে ইদের ছুটি কাটাতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমজীবী এবং চাকরিজীবীরা আসতে শুরু করেছেন। তাই তাদের এ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ছোট বড় যানবাহনে আমরা তল্লাশি চালাচ্ছি। এছাড়া বিভিন্ন সড়কে চেক পোস্ট করা হচ্ছে, যেখানে সন্দেহজনক কোন যানবাহনের গতিবিধি মনে হলে সেগুলোতে তল্লাশি করা হচ্ছে।

চেকপোস্টে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ড বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে র‌্যাব কাজ করে যাচ্ছে। ইদ যাত্রা নিরাপদ করতে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‌্যাবকে তথ্য জানানোর জন্যও অনুরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/২৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা