নিখোঁজের দুই দিন পর যুবলীগ নেতার লাশ উদ্ধার

সাভার (ঢাকাটাইমস) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৬, ১০:৪০
অ- অ+

ঢাকার সাভারের বিরুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়ার্ড যুবলীগের সদস্য আল আরাফাত সজলকে গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবলীগ নেতা বিরুলিয়া গ্রামের কৃষক উম্মত মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে সাভারের কাউন্দিয়া সিংগাশ^র গ্রামের তুরাগ নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সিংগাশ^র গ্রামের তুরাগ নদীর তীর থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় জেলেরা। সে সময় তারা নদীতে মাছ ধরছিল। পরে পুলিশে খবর দিলে নিহতের গুলিবিদ্ধ, হাত-পা ও মুখ বাঁধা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানান, বিরুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গত ৩ অক্টোবর মোবাইল ফোনে বিরুলিয়া ৬ নং ওয়ার্ড যুবলীগের সদস্য আল আরাফাত সজলকে ডেকে নেন প্রতিবেশী শাহাজ উদ্দিনের ছেলে রকি। পরে কাকাবর চৌধুরীর টেকঘাট এলাকা থেকে নৌকা যোগে সজলকে জোর করে অনত্র নিয়ে যায় রকি ও আলতাফসহ কয়েকজন। সেদিনেই গভীর রাতেই নৌকায় হাত-পা ও মুখ বেঁধে নির্মম নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয় যুবলীগ কর্মী সজলকে। পরে তার লাশ তুরাগ নদীতে ভাসিয়ে দেয় সন্ত্রাসীরা। এরপর যুবলীগ সদস্য সজলকে না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেন তার পরিবার। এ ঘটনার তিন দিন পর ওই যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সকালে হত্যাকারী রকিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগের ওই সদস্যকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুদানের দারফুরে আধাসামরিক বাহিনীর হামলায় ১০০ জন নিহত
জটিল রোগ নিরাময়ে অব্যর্থ দাওয়াই ভেষজ আনারস
দেশের তিন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
শিল্পকারখানার জন্য গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা