ধর্মপাশায় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ জায়েদ নূর নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জায়েদ নূর ওই গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, শনিবার সকাল থেকে শান্তিগঞ্জ অস্থায়ী আর্মি ক্যাম্পের মেজর সালাউদ্দিন কাদের রাজার নেতৃত্বে ধর্মপাশা থানা এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালিত হয়। দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে এলাকায় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারার সময় জায়েদ নূরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার বসতঘর তল্লাশি করে ১টি রামদা, ২টি দা, ১টি হকিস্টিক, ১টি স্টিলের হোল্ডিং স্টিক, ১টি মোবাইল, ১টি সিম ও ১টি কাঁচের বোতল পাওয়া যায়। ওই
ওসি মোহাম্মদ এনামুল হক আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/এমআর)

মন্তব্য করুন